আজ সোমবার, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীলঙ্কার পুলিশ প্রধানের পদত্যাগ

অনলাইন রিপোর্ট:

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন দেশটির পুলিশ প্রধান। শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পুজিথ জয়াসুন্দর ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, আইজিপি পদত্যাগ করেছেন। তিনি ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিবের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি খুব শিগগিরই নতুন আইজিপি মনোনীত করবো।

তবে সিরিসেনা যাকে মনোনীত করবেন, তিনি তখনই নিয়োগ পাবেন, যখন সাংবিধানিক পরিষদ তাকে অনুমোদন দেবে।

এর আগে বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো পদত্যাগ করেন।

সূত্র : এনডিটিভি