আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে গার্মেন্টসকর্মীর রহস্যজনক লাশ উদ্ধার

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সালমা আক্তার নামে এক গার্মেন্টসকর্মীর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ।  পরিবারের দাবি পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন সালমা।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় উচিৎপুরা ইউপির ভরফদী এলাকায় নিহতের শাবার ঘরে আড়ার সঙ্গে গলায় পড়নের ওড়না পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১শ শয্যা (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত সালমা উক্ত এলাকার গোলজার হোসেনের মেয়ে ও রুপগঞ্জের হোরগাও এলাকার ফকির ফ্যাশনের শ্রমিক। সে অবিবাহিত এবং তার পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলো।

নিহত সামলার পরিবার জানায়, সালমার সঙ্গে সন্ধ্যায় তার পরিবারের সদস্যদের সঙ্গে নানা বিষয় নিয়ে ঝগড়া হয়। পরবর্তীতে সে অভিমান করে রাতের যে কোন সময় তার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘নিহত সালমা আত্মহত্যা করেছিলেন এ কথা বলা যায় না। কেননা লাশ উদ্ধারের সময় আমরা দেখতে পাই, গলার ফাঁসের উচ্চতা বেশি ছিলো না এবং তার পা মাটির সঙ্গে লাগোয়া ছিলো। তবে তার শরীরে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। বাকিটা ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর জানা যাবে।’