সংবাদচর্চা রিপোর্ট:
ফের উত্তপ্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জ শহর । শুক্রবার বাজ জুমা বাহাদুর শাহার ভক্তদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘষে কোন হতাহত হয় নাই। বাহাদুর শাহার ভক্তরা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল করেছে।
যে কোন নাশকতা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে প্রস্তুত রাখা হয়েছে জলকামান।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি কামরুল ইসলাম জানিয়েছেন, নিতাইগঞ্জে সুন্নী সম্মেলন কে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। যে কোন নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোড়দার করা হয়েছে।