আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে শুক্রবার পাঁচবাড়িয়া এলাকায় মোকলেছা (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সে ওই এলাকার আব্দুল বাতেনের স্ত্রী। স্থানীয় পাঁচগাও-পুরিন্দা সড়কের আরাম টেক্সটাইল মিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকের চালক লাশ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে এলাকাবাসী লাশ উদ্ধার করে। পরে চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। নিহতের পরিবার জানান, দুপুরে বৃদ্ধা মোকলেছা বাড়ির পাশ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিলে তার মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশটি ট্রাকের চালক গাড়ী তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রতিবেশী দুই নারী দেখতে পেয়ে চিৎকার দিলে লাশ ফেলে চালক দ্রুত ট্রাক নিয়ে পালিয়ে যায়। তারা আরও জানান, ট্রাকের মালিক পাঁচবাড়িয়া এলাকার ডালিম।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালককে আটকে অভিযান চলছে।