আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রমিক নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি শ্রমিক নেতা সাইফুল ইসলাম শরীফের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা। এ সময় শ্রমিকরা ফাইন নীটওয়্যার লিমিটেডের মালিক মেজবাহউদ্দিন রাসেলসহ শরীফের ওপর সকল হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সেই সাথে ওই গার্মেন্টসে বেআইনীভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবী জানায়।

বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল) বেলা ১১টায় নগরীর চাষাড়া থেকে বঙ্গবন্ধু রোড হয়ে জেলা প্রেস ক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করে গার্মেন্টস শ্রমিকের একাংশ। পরে প্রেস ক্লাবের সামনের রাস্তা বন্ধ করে তারা মানববন্ধন করে। ওই সময় উপরোক্ত দাবীগুলো জানায় গার্মেন্টস শ্রমিকরা।

শ্রমিক নেতার ওপর হামলাকারী ফাইন নীটওয়্যার লিমিটেডের মালিক মেজবাহউদ্দিন ও তার সহযোগীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে শ্রমিকরা বলেন, আমাদের ন্যায্য দাবী জানানোর কারণেই আমাদের শ্রমিক নেতার ওপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। কিন্তু কেনো? আমরাতো মালিকদের কাছ থেকে অতিরিক্ত কিছু চাইনা। আমরা আমাদের ন্যায্য দাবী চেয়েছি। আমরা আমাদের পাওনা চেয়েছি। ওনারা গার্মেন্টসের মালিক বলে যাকে খুশী তাকে ছাঁটাই করবে এটা কখনোই কারো কাছে গ্রহণযোগ্য নয়। আমরা কি তাদের খেলার পুতুল? যে যখন খুশী রাখবে যখন খুশী ছাঁটাই করে দিবে।

জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে তারা আরও বলেন, অবিলম্বে ওই সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানাচ্ছি। শুধু শুধু আমাদের শ্রমিক নেতার ওপর কেনো হামলা হলো? এসপি হারুন অর রশিদ নারায়ণগঞ্জে আসার পর সন্ত্রাসীরা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। কেউ পালিয়ে বেড়াচ্ছে কেউ গ্রেফতার হচ্ছে। যারা নারায়ণগঞ্জে দাবড়িয়ে বেড়াতো তাদেরকেই তো এসপি তোয়াক্কা করেন না। আর তাই আমরা আমাদের শ্রমিক নেতার ওপর হামলায় জড়িত মালিক ও তার সহযোগীদের বিচারের দাবী জানাচ্ছি। অবিলম্বে যেনো ওই মালিক নামে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখী করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান ইকবাল, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সমন্বয়ক নিখিল দাস, ফাইন নীটওয়্যার লিমিটেডে ও প্যাপিলন নীট এপারেলস (প্রাঃ) লিমিটেড গার্মেন্টসের শ্রমিকবৃন্দরা।