সোনারগাঁ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণের করতে কক্সবাজারের উখিয়া যাওয়ার পথে গতকাল শনিবার মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তাকে সংর্বধনা জানিয়েছে হাজারো নেতাকর্মী। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা শো-ডাউন করে বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানান। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে কাঁচপুর থেকে মেঘনা সেতুর বিভিন্ন পয়েন্টে হাজারো নেতাকর্মী রাস্তার দু’পাশে দাড়িয়ে নেত্রীর সফরকে সফল করতে নানা শ্লোগান দেন। দুপুর দেড়টার দিকে খালেদা জিয়া মেঘনা টোলপ্লাজা এলাকা অতিক্রম করার সময় সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান প্রায় ত্রিশ হাজার নেতাকর্মী নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি যুক্ত প্লেকার্ড ফেষ্টুন ও রং বে রঙ্গের পোষ্টার নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। এসময় মান্নানের সভামঞ্চে কেন্দ্রিয় বিএনপির সহ-সভাপতি বরকত উল্লাহ বুলু, ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম নেতাকর্মীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অন্যদিকে কাঁচপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া ও তার সমর্থক, মদনপুর পয়েন্টে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরের লোকজন অবস্থান করে এছাড়া ও তার লোকজন অবস্থান নিয়ে স্বাগত জানান।
এদিকে খালেদা জিয়াকে স্বাগত জানাতে নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেয়ায় মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। যানজটে কাঁচপুর ও মেঘনা টোলপ্লাজা এলাকায় প্রায় আধ ঘন্টা আটকা পড়ে থাকে খালেদা জিয়ার গাড়ি বহর।