আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীলঙ্কায় শেখ সেলিমের মেয়ের পরিবার বোমা হামলার শিকার : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের পরিবার শ্রীলঙ্কায় বোমা হামলার শিকার হয়েছে। সেলিমের মেয়ে-জামাই ও নাতি এ সময় একটি রেস্তোরাঁয় খাচ্ছিলেন। সেখানে একটি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মেয়েজামাই আহত হয়েছেন। রোববার বিকেল পর্যন্ত নাতির কোনো খোঁজ পাওয়া যায়নি।

গতকাল সন্ধ্যায় ব্রুনেইয়ের এম্পায়ার হোটেল অ্যান্ড কান্ট্রি ক্লাবের ইন্দেরা সামুদেরা বলরুমে ব্রুনাই দারুসসালামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেন। এ সময় বক্তব্য প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা এবং এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার আটটি স্থানে বোমা হামলায় বহু লোক নিহত ও আহত হয়েছেন। আমি এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাই।’