ঢাকা: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে আওয়ামী লীগ তেলে-বেগুনে জ্বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ তেলে-বেগুনে জ্বলে উঠেছে। এমনকি তারা এমন সব মন্তব্য করেছে যে মন্তব্য শুধু অশালীনই নয়, তা আদালত অবমাননার শামিল। গতকাল একজন মন্ত্রী যিনি নিজে হাইকোর্ট দ্বারা সাজাপ্রাপ্ত, তার মন্ত্রিত্ব থাকা উচিৎ নয়, তিনি আবার প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন। খুব চিৎকার করে কথা বলছেন।’
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে এক দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় এই দোয়া মাহফিল হয়।
এ সময় আওয়ামী লীগ পেছনের দরজা দিয়ে আবার ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদেরের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা বরাবরই দেখেছি, বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য এই দলটি (আওয়ামী লীগ) পেছন দরজা দিয়ে চেষ্টা চালায়। এবারও তারা জনগণকে ভুল বুঝিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে।’
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হকসহ মহানগর ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।