সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী বলেছেন, বালু সন্ত্রাসের কড়াল থাবার আজ বিলীন হয়ে যাচ্ছে সোনারগাঁয়ের ঐতিহ্য। সোনারগাঁয়ের বালু সন্ত্রাসের সাথে যোগ হয়েছে নারায়ণগঞ্জের সন্ত্রাসীরা। আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সোনারগাঁয়ের নুনেরটেকে বালু সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। চারদিকে শুধু নেতা আর নেতা আওয়ামীলীগের দূর্দিনে নেতা পাওয়া যায় না এসব নেতারা বালু কেটে মানুষের ফসলী জমি নদী গর্ভে বিলীন করে দিচ্ছে। তিনি শনিবার সোনারগাঁয়ের পিরোজপুরে তাহেরপুর ঈদগাঁ মাঠে শহীদ মিজানুর রহমানের ২৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ।
মেয়র আইভি আরো বলেন, হাজারো মিজানের আত্মত্যাগের বিনিময়ে শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী। শহীদ মিজান ছিলেন একজন মেধাবী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ছাত্রদলের সন্ত্রাসের শিকার মিজানের মাজার জিয়ারত করতে তৎকালীন বিরোধী দলের নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনারগাঁ এসেছিলেন।
স্মরন সভায় জাপান আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম মাসুম এর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান বক্তা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও শরীয়তপুর-৩ আসনের সাংসদ¡ বাহাদুর বেপারী, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল-কায়সার, স্থপতি ড. মাসুম ইকবাল,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল, জাপান আওয়ামীলীগের সভাপতি সামসুল আলম ভুট্টো, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রবিন প্রমূখ।
প্রসঙ্গত: শহীদ মিজানুর রহমান মিজান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালীন ফজলুল হক হল এর বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন। ১৯৯১ সালে ২৭শে অক্টোবর সন্ত্রাস বিরোধী মিছিলে ছাত্র দলের সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০শে অক্টোবর ৬৮ ঘন্টা মৃত্যর সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।