আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় বিপুল ফেন্সিডিল ইয়াবা গাঁজাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি:ফতুল্লা মডেল থানা পুলিশ মাদকের বিশেষ অভিযানে ফতুল্লার বিভিন্ন এলাকা হতে ২০৫বোতল ফেনসিডিল, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজা সহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, আমার থানাধীন এলাকার মাদক হ্রাস করার লক্ষ্যে প্রত্যেক অফিসারদের ওয়ারেন্ট তামিল ও সন্ত্রাসীদের ধরার জন্য জোরালোভাবে আদেশ দিয়েছি।

গত ২৫ অক্টোবর রাতে পাগলা ধোপাপট্টি এলাকা হতে ২০৫ বোতল ফেন্সিডিলসহ সুমনকে (২৪) গ্রেপ্তার করেছে। সুমন পাগলার ধোপাপট্টি এলাকার  রফিকের ছেলে।

মাসদাইরে পৃথক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকার আ. কাদেরের ছেলে রফিককে (৪০) পঞ্চবটি হতে ১কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে।

অপরদিকে কায়েমপুর এলাকা হতে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মালেকের ছেলে আলাউদ্দিনকে (২৪) গ্রেপ্তার করেছে। ২৫ অক্টোবর সন্ধ্যায় ধর্মগঞ্জ পাকাপুল এলাকা হতে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মৃত আবুল বাশারের ছেলে বাবুকে (৩৫) গ্রেপ্তার করেছে। দাপাইদ্রাকপুর এলাকা হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মৃত আজিজুল হকের ছেলে রাকিবুল ইসলাম রাকিবকে (২০) গ্রেপ্তার করেছে।