আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে কৃষি ব্যাকের গ্রাহক সমাবেশ ঋণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কৃষি ব্যাংক বন্দর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়। বন্দর থানার সাবদী এলাকায় এ সমাবেশ ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক বন্দর শাখার ব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেনের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন।

গ্রাহক সমাবেশ ও ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি ব্যাংকের কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, বন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ কবির হোসেন, কৃষি ব্যাংকের বন্দর শাখার ঋন কর্মকর্তা জসিমউদ্দিন, রুহুল আমিন, মিজানুর রহমান, আশিক ফেরদৌস। গ্রাকদের মাধ্যে বক্তব্য রাখেন আক্তার হোসেন, বাতেন, সুনিল বাবু, তাওলাদ। গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয় নয় লক্ষ, নব্বই হাজার টাকা।