আজ বুধবার, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বৈশাখের সাজে পরী

বিনোদনচর্চা প্রতিবেদকঃ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি রীতিমত আলোচিত নায়িকা হয়ে আছেন ক্যারিয়ার শুরু থেকেই। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও ভক্তদের ভালোবাসা ধরে রাখতে পরিশ্রম করে যাচ্ছেন পরীমনি।

তার ভক্ত-দর্শকদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বেশ জনপ্রিয় তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সহজে দর্শকদের নিকটে পৌছাতে পারেন আর সে সুযোগ কাজে লাগাতে নারাজ পরী।

তাইতো  বিভিন্ন উৎসবে দিবস অনুসারে নিজেকে উপস্থাপন করেন। সেই ধারাবাহিকতায় বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে  সম্প্রতি তার ফেসবুকে নতুন লুকে কিছু ছবি প্রকাশ করে আসছেন। তবে আজ রোববার সকালে তামিম হাসানের সাথে বৈশাখের নতুন সাজ দিয়ে পরী লিখেছেন , আমার বৈশাখী খুশি ।

ছবিগুলোতে দেখা যায় তামিম হাসান পরীকে চুড়ি পড়িয়ে দিচ্ছেন পরীও খুব হাসিখুশিভাবে ভালোবাসার মানুষের সাথে উচ্ছেসিত আছেন।ছবিগুলোতে সবাই পরীর প্রশংসা করছে, পরীও তাদের মন্তব্যের উত্তর দিয়ে যাচ্ছেন সুকৌশলে।

সম্প্রতি নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রটি নির্মান করছেন। এই ছবিতে পরীর সঙ্গে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ। এতে আরও অভিনয় করবেন গুণী অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, মনিরা মিঠু, আনন্দ খালেদসহ অনেকে।