সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির নেতৃত্বে সারা দেশের ২০ জেলার ছাত্রদলের নামের তালিকা জমা দেয়া হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকালে ঢাকার পল্টনে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক সাত্তার পাটোয়ারীর কাছে এই নামের তালিকা জমা দেন রনি।
জানা গেছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষনার প্রস্তুতি নেয়া হয়েছে । তৃণমূলের মতামতের ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠিতব্য কমিটি গঠনের লক্ষ্যে দেশব্যাপী ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারীদের নামের তালিকা জমা নেয়া হচ্ছে ভোটার তৈরীর জন্য।
জমা দেওয়া নামের তালিকায় রয়েছেন রয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি স¤্রাট ভূইয়া, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের রেজাউল ইসলাম খান সজিব, রাজবাড়ি জেলা ছাত্রদলের এমএ খালেদ পাভেল, সাতক্ষিরা জেলা ছাত্রদলের শরিফুজ্জামান সজিব, পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমভি বদিউজ্জামান শেখ রুবেল, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রায়হানউদ্দিন, মন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুষার, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নহাদ সালমান, সাধারণ সম্পাদক রায়হান শরিফ, চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, বান্দরবান জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আমিস, রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল প্রমূখ।