আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় অগ্নিদগ্ধ সবার মৃত্যু

গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে ফতুল্লায়  দগ্ধ মা ও দুই সন্তানের মৃত্যুর পর আরেক শিশু সন্তান ফারিয়া (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শুক্রবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ফারিয়ার।

ফারিয়ার শরীরের ৯০ শতাংশ পোড়া ছিলো। তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গত শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে তিন শিশু সন্তান রাফি (১১), ফারিয়া (৯) ও সাফওয়ানসহ (৫) মা ফাতেমা বেগম দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে রোববার (৭ এপ্রিল) দিবাগত রাতে সাফওয়ান, সোমবার (৮ এপ্রিল) ভোরে ফাতেমা বেগম ও বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এছাড়া ৯০ শতাংশ বার্ন নিয়ে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল ফারিয়া। শুক্রবার রাতে তারও মৃত্যু হয়।