রূপগঞ্জ প্রতিনিধি: আর্ন্তজাতিক কৃষ্ণভাবনা মৃতসংঘ(ইসকন) কতৃক আয়োজিত হিন্দু ধর্মাম্বলীদের অন্তকুত মহোৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভিংরাবো পোদ্দারবাগ এলাকায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অত্র মন্দিরের পরিচালক শ্রী শুভাত্মা গোবিন্দ দাস ব্রক্ষ্মচারীর সভাপতিত্বে এ উৎসবে উপস্থিত ছিলেন, প্রফেসর শ্রী কুশল দাস, ডা. চিত্তরঞ্জন রায়, ডা.পরিমল দাস, ইঞ্জিনিয়ার তারক চন্দ্র দাস, নারায়ণগঞ্জ ইসকন মন্দিরের সিনিয়র ভক্ত শ্রী ভুপেশ্বর চন্দ্র অধিকারী, উজ্জল চৈতন্য দাস অধিকারী, দিনেশ্বর গৌর দাস ব্রক্ষ্মচারীসহ উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু ধর্মাম্বলী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।