সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের বন্দরে কাভার্ড ভ্যান চাপায় পুলিশের এএসআই ফরিদ নিহত হয়েছে। শুক্রবার ভোরে বন্দর উপজেলার মালিবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এএসআই ফদির ডিউটি করছিলেন। শুক্রবার ভোর ৫টার দিকে কাভার্ড ভ্যান চাপা দিলে তার মৃত্যু হয়। তিনি হাইওয়ে থানার অধীনে কর্মরত ছিলেন।
তিনি আরো বলেন, কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। চালক এবং হেলপার পলাতক রয়েছে।
জানা গেছে নিহত পুলিশ কর্মকর্তা হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার মানিকের ছেলে। তিনি ২০০০ সালে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। পরে তিনি ২০১৮ সালে কাচপুর হাইওয়েতে যোগদান করেন।
এছাড়া আজ বাদ জুমা কাচপুর একটি মসজিদে মরহুমের জানাযার নামাজ শেষে তার গ্রামের বাড়িতে লাশ পাঠানো হয়েছে ।