আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দুর্ধষ ডাকাত বিল্লাল ১৩ বছর পর গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি:

আড়াইহাজারে দীর্ঘ ১৩ বছর পর দুর্ধষ ডাকাত বিল্লাল হোসেনকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলা উচিৎপুরা ইউনিয়নের কাদিরদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিল্লাল ওই এলাকার আব্দুর রব মিয়ার ছেলে। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সে এলাকার একজন কুখ্যাত ডাকাত।

আড়াইহাজার থানার এ এস আই আমিনুল ইসলাম জানান, বিগত ২০০৬ সালে আড়াইহাজারে একটি ডাকাতি ঘটনায় দায়েরকৃত মামলায় আসামী হন বিল্লাল হোসেন। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। অনেক চেষ্টার পর পুলিশ কৌশলে তাকে গ্রেফতার করে। দীর্ঘ ১৩ বছর পর তাকে ধরা হলো।

এই ব্যাপারে এ এস আই আরো জানান যে কোন বিষয়ে পুলিশ সর্বদা সজাগ রয়েছে তাকে গ্রেফতারের কারনে এলাকাবাসী সন্তুষ্ট।