আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপসী খন্দকার বাড়িতে এবার বাংলা বর্ষবরণ অনুষ্ঠান হবে না

প্রেস বিজ্ঞপ্তি

রূপগঞ্জ উপজেলার তারাব পৌর সভার  রূপসী খন্দকার বাড়ীর পক্ষ থেকে এবার বাংলা বর্ষবরণ অনুষ্ঠান হবে না। প্রতি বছর  যে কৃষি জমিতে দীর্ঘদিন বর্ষ বরণের প্রতিভোজের প্যান্ডেল স্থাপন করা হয়  সে জায়গাটি জলাবদ্ধতার কারণে বর্তমানে পানির নিচে রয়েছে। এবার  এ্যাডঃ তৈমুর আলম খন্দকার  বধির সমাজের সাথে ঢাকা বধির হাই স্কুল মাঠে বৈশাখী অনুষ্ঠান করার পদক্ষেপ নিয়েছেন। তিনি সেখানে বাংলা নববর্ষ উদযাপন করবেন। উল্লেখ্য, এ্যাডঃ তৈমুর আলম খন্দকার বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সভাপতি।