আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁ উপজেলা নির্বাচনে ভূমিদস্যু মাদক সন্ত্রাসীদের পরাজয়

নিজস্ব প্রতিবেদক: গত ৩১ মার্চ অনুষ্ঠিতব্য সোনারগাঁও উপজেলা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে সনমান্দী ইউনিয়ন বাসীর চ্যালেঞ্জ ছিল এখানে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের স্বপক্ষের শক্তি বহাল থাকবে না সুশীল সমাজের পক্ষই থাকবে।

এতে, নারায়ণগঞ্জ জেলা আঃলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মো. জাহাঙ্গীর হোসেন সিআইপি ও সনমান্দী ইউপি’র সফল চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ই হেবিয়েট ইউনিয়নবাসী প্রমানিত করলো। সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়ন ইতিপূর্বে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুতার অভয়রণ্যে পরিণত হয়ে উঠে। তখন এ ইউনিয়নের সুশীল সমাজ উক্ত অপশক্তির কবল থেকে ইউনিয়নবাসীকে মুক্ত করে এখানে সুশীল সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এমন একজন মানুষ খোঁজে নেন এবং তাকে ইউনিয়নবাসী পেয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেন। তিনি হলেন এ ইউনিয়নের সফল চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ। এখনো অব্যাহত আছে কুচক্রী মহলের অপতৎপরতা। গত কয়েকটি নির্বাচন সহ উপজেলা নির্বাচনই এর প্রমান। ওই মহলটি চেয়েছিল আঃলীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী করে এ ইউনিয়নে আবারো মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও ভূমিদস্যুতা সহ ত্রাসের রামরাজত্ব কায়েম করবে। কিন্তু অত্র ইউনিয়নবাসী ওই কুচক্রী মহলের বিরুদ্ধে সমোচিত জবাব দিয়েছে তাদের ভোটের মাধ্যমে।

সনমান্দী ইউনিয়নের মানুষ অত্যন্ত নীরহ, সাদামাটা, খেটে খাওয়া সরল মানুষ। এ সাধারন মানুষ গুলো দেখেছে ইতিপূর্বের সন্ত্রাসী কর্মকান্ড। তাই এখানের মানুষরা শান্তিতে বসবাস করার জন্য ভালো মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে নৌকা প্রতিককে বিজয়ী করার মাধ্যমে নিজেদের অস্বিত্ব রক্ষার লড়ায়ে বিজয়ী হয়েছে। এ সনমান্দী ইউনিয়নের উজ্জল নক্ষত্র, দৃষ্ট্রান্ত স্থাপনকারী, উচ্চ শিক্ষিত, ভদ্র-নম্র, প্রতিষ্ঠিত শিল্পপতি, ব্যবসায়ী, পরপোকারী, সাদা মনের মানুষ সি আই পি জাহাঙ্গীর হোসেন ও চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহদের মত মানুষের পাশে থেকে এখানের ভালো মানুষ গুলো নিজেদের উৎসর্গ করতে চান।

তাই এখানে আর কোনো অপশক্তি দেখতে চায়না ইউনিয়নবাসী। এখন তারা শান্তিতে বসবাস করছে। ভবিষ্যতেও শান্তিতে থাকার এ আশা প্রত্যাশা ব্যক্ত করে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া কামনা করছেন।