আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে স্কুল ছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস জয়ার সহপাঠীরা তিশা পরিবহনের সেই ঘাতক বাসের চালক ও হেলপারের ফাঁসির দাবিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে প্রায় ঘন্টা ব্যাপী বিক্ষোভ করেছে।

এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা ও কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস চালক ও হেলপারকে গ্রেফতার করে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীরা জানায়, গত ৩রা এপ্রিল বুধবার উপজেলার মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তনের নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস জয়া স্কুলে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিশা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

এ ঘটনায় গুরুতর আহত জয়া চিকিৎসাধীন অবস্থায় গত ৬ই এপ্রিল শনিবার মারা যায়।
সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করে বিচারের আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। পরে যানচলাচল স্বাভাবিক হয়।