আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্যক্রম শুরু করা হয়েছে।

৮ এপ্রিল সোমবার দুপুর ১২ টার সময় পাড়িয়া ইউনিয়নের রায়মহল উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডা. কে এম কামরুজ্জামান সেলিম। এসময় জেলা নির্বাচন অফিসার জিলহাজ্ব উদ্দীন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদ,ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন অফিসার রেজাউল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিসার সামশুল আজম, অফিসার ইনচার্জ মোসাব্বেরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম আগামী ২০ মে পর্যন্ত চলবে উপজেলার ১লক্ষ ২৯ হাজার ৩৬৭ জন ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।