আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় আগুনে সব পুড়লেও অক্ষত কোরআন শরীফ

নিজস্ব প্রতিবেদক:

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ঘরের জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। কিন্তু অক্ষত রয়েছে ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ। অলৌকিক এই ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকার এক বাড়িতে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার বিসমিল্লাহ টুইনটাওয়ার ছয়তলা ভবনের চারতলায় আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগম এলপি গ্যাসের চুলায় রান্না করতে যান। এসময় ম্যাচের কাঠি জ্বালোনোর সঙ্গে সঙ্গে সিলিন্ডারের লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাসের কারণে পুরো ঘরে আগুন ধরে যায়। আগুনে ফাতেমা বেগম (৩৫), তার ছেলে রাফি (১১) ও সাফওয়ান (৫) এবং মেয়ে ফারিয়া (৯) অগ্নিদগ্ধ হয়। তাদের অবস্থা আশংকাজনক।

স্থানীয়রা আরও জানান, আব্দুর রহিমের ঘরে তার সন্তানের বই খাতার পাশাপাশি পবিত্র কোরআন শরীফ রাখা ছিল। বইখাতা ও ঘরের আসবাবপত্র পুড়ে গেলেও কোরআন শরীফ অক্ষত আছে। কোরআন শরীফের কোন অক্ষরও পুড়েনি।

ফকির টোলা জামে মসজিদের খতিব মাওলানা মনির হোসেন বলেন, আল্লাহপাক পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। তিনিই তার রক্ষাকারী।