আজ সোমবার, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা মুক্তির দাবিতে চলছে বিএনপি’র গণঅনশন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছে বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (৭ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল সাড়ে ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

সকালে মিলনায়তনের বাইরে অনশনের জন্য বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেন। কিন্তু লিখিত অনুমতি না থাকায় কর্তৃপক্ষের আপত্তির মুখে মিলনায়তনের ভেতরে এসে কর্মসূচি শুরু করেন তারা।

এতে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন স্তরের নেতারা। বক্তব্যে নেতারা বেগম জিয়ার নিঃশর্ত মু্ক্তির দাবি জানান।

এর আগে গত ২৩ মার্চ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তারা অনশন কর্মসূচি পালন করে।