নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশে বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে বৈঠকে বসেছেন ২৬টি পাটকলের শ্রমিক নেতারা।
আজ শনিবার (৬ এপ্রিল) মতিঝিলে বিজেএমসি’র কার্যালয়ে,বিজেএমসি’র পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সাড়ে ১১টার কিছু পরে বৈঠক শুরু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বৈঠকের মাধ্যমে পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত হবে । এবং তাদের দাবিদাও পূর্ণ হবে।
বৈঠকে উপস্থিত আছেন বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিম। শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত আছেন সরদার মোতাহের উদ্দিন, কামরুজ্জামান চুন্নু, সোহরাব উদ্দিন, আব্দুল হামিদ সরকার, সৈয়দ জাকির হোসেন, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম ফরায়েজী, মুরাদ হোসেন, শাহানা শারমিন প্রমুখ।
এর আগে ২ এপ্রিল (মঙ্গলবার) থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি শুরু করে খুলনা অঞ্চলের শ্রমিকরা। ৯টি জুটমিলের ৩৩ হাজার শ্রমিক মিলগুলোতে উৎপাদন বন্ধ রেখে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে। যশোরসহ অন্যান্য অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরাও এই কর্মসূচিতে যোগ দেয়। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৬টায় ৭২ ঘণ্টার ধর্মঘট শেষ হয়।