আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মেরি এন্ডারসনের সাথে আমার কোন সম্পর্ক নেই: টিটু

নিজস্ব প্রতিবেদক:

ফতুল্লার পাগলায় অবস্থিত ভাসমান রেস্টুরেন্ট ও বার মেরি এন্ডারসনের সাথে নিজের কোন সম্পর্ক নেই বলে দাবি করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটু।

মেরি এন্ডারসনে পুলিশের অভিযান ও মাদক উদ্ধারের মামলায় তানভীর আহম্মেদ টিটুর নাম থাকার বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তানভীর আহাম্মেদ একটি জাতীয় গণমাধ্যমে এ কথা জানান।

গত সোমবার (১ এপ্রিল) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযানে ফতুল্লার পাগলায় অবস্থিত ভাসমান রেস্টুরেন্ট ও বার ‘মেরি এন্ডারসন’ থেকে বিপুল পরিমাণ দেশী, বিদেশী মদ ও বিয়ারসহ ৬৮ জনকে গ্রেফতার করা হয়। এই অবৈধ মাদক ব্যবসার পৃষ্ঠপোষক তানভীর আহম্মেদ টিটু এমনটাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে গ্রেফতারকৃতরা। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমে এ তথ্য জানান।

জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে সরবরাহকৃত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতার হওয়া মেরিন্ডারসনের স্টাফদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, উক্ত বারের মালিক সঞ্চয় রায় জনৈক তানভীর আহম্মেদ টিটুর সহযোগিতায় নারায়ণগঞ্জ ক্লাবসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সংগ্রহ করে জাহাজে রেখে অবৈধভাবে মাদক ব্যবসা করে আসছে। এই বারের একাধিক পার্টনার রয়েছে বলেও জানা গেছে।

মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সাংসদ শামীম ওসমানের শ্যালক তানভীর আহম্মেদ টিটু মাদক ব্যবসার সাথে জড়িত এ বিষয়টি নিয়ে শহরে তোলপাড় সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে তানভীর আহম্মেদ টিটু বলেন, ‘নারায়ণগঞ্জ ক্লাবের টিম নিয়ে থাইল্যান্ডে খেলতে এসেছি। বিষয়টি আমি শুনেছি। মেরি অ্যান্ডারসনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সেই সঞ্জয় রায়ের সঙ্গে আমার কোনো ব্যবসায়িক লেনদেনও নেই। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।’

এদিকে মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় নগরীর চানমারী এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আসন্ন রমজান উপলক্ষে দোকান মালিক ও পরিবহন শ্রমিক মালিকদের সঙ্গে আয়োজিত সভায় ক্রীড়া সংগঠক তানভীর আহম্মেদ টিটু ও কাউন্সিলর নাজমুল আলম সজলকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করা না হলে বাস, ট্রাক, দোকানপাট বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দিয়েছে ব্যবসায়ীরা।

খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির পরিচালকগণ উপস্থিত ছিলেন।