অনলাইন রিপোর্ট:
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ‘স্পিড ব্রেকার’ বলে কটাক্ষ করলেন । তিনি বলেন, ‘এত বড় ভিড় না দেখলে বুঝতেই পারতাম না দিদির নৌকা ডুবতে চলেছে। আপনাদের ভালবাসা আছে বলেই চৌকিদার টক্কর নিতে পারে।’ এনডিটিভি।
মোদী বলেন, ‘গোটা দেশের মতো গতিতে বাংলায় কাজ হয়নি। কারণ পশ্চিমববঙ্গে স্পিড ব্রেকার আছে। লোকে তাঁকে দিদি বলে। দিদি গরিবের কথা ভাবেন না। রাজনীতি করেন। গরিবকে গরিব রাখাই ওদের লক্ষ্য। গরিবের যাতে ভাল না হয় সেটা দেখেন। গরিবের ভাল হলে ওদের রাজনীতি শেষ। চিটফান্ড কাণ্ডে দিদির মন্ত্রী বিধায়করা গরিবদের সর্বশান্ত করেছেন। নিজের সঙ্গীদের নিয়ে গরিবকে সর্বশান্ত করেছেন মমতা।’
ভারতীয় প্রধানমন্ত্রীর অভিযোগ, ‘দিদি স্বাস্থ্য প্রকল্প থেকে কৃষি সব জায়গায় বাধা দিচ্ছেন। আমার প্রতি আপনাদের ভালবাসা দেখে দিদি ভয় পাচ্ছেন। মমতা, কংগ্রেস আর বামদের মধ্যে কোনও ফারাক নেই।’
অধিকৃত কাশ্মীরে বায়ুসেনার স্ট্রাইক নিয়েও বিরোধীদের আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘হামলার পর ইসলামাবাদে যে দুঃখ হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে দিদির। চৌকিদার শত্রুদের ঘরে ঢুকে মেরেছে। আপনাদের ভাল লাগেনি! কিন্তু দিদি আর তাঁর সঙ্গীরা বায়ুসেনার স্ট্রাইক নিয়ে এত কান্নাকাটি করলেন যে পাকিস্তানে নায়ক হয়ে গিয়েছেন। কংগ্রেস বলেছে ক্ষমতায় এলে সেনা এবং নিরাপত্তারক্ষীদের রক্ষা কবচ এমন আইন শেষ করে দেবে।’
কথিত অনুপ্রবেশ নিয়ে মোদী বলেন, ‘অনুপ্রবেশকারীদের ছাড়া হবে না। আমরা শরণার্থীদের পাশে আছি। এই সমস্ত মানুষ কংগ্রেসের ঐতিহাসিক ভুলের সেই স্বীকার। আমরা তাঁদের পাশে আছি।’