বিনোদনচর্চা প্রতিবেদকঃ
নানা জল্পনা-কল্পনা কাটিয়ে মুক্তি পেল সুপারস্টার শাকিব খান অভিনিত ছবি “শাহেনশাহ” সিনেমার ট্রেইলার। যদিও অফিসিয়াললি মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় সিনেমার ট্রেইলারটি। তারপর বলা হয়েছে নতুন করে অফিসিয়াললি ট্রেইলার মুক্তি দেওয়ার কথা, যেখানে ফাসক্রৃত ট্রেইলার থেকে ভিন্নতা খুজে পাওয়া যাবে।
অনলাইনে ফাঁস হয়ে যাওয়া ট্রেইলার থেকে নতুন ট্রেইলারে অল্পকিছু ভিন্নতা পাওয়া গেছে। ট্রেইলার দেখে বুঝা যায় সিনেমাটি সাউথ ইন্ডিয়ান ধাঁচের সিনেমা এটি, যেখানে শাকিব খান দু’জন প্রেমিকার সাথে প্রেম করছেন,নতুন ও ভিন্ন লুকে দেখাগেছে শাকিব খানকে।নায়িকা নুসরাত ফারিয়াকে ছবিতে কম ফুটিয়ে তোলা হয়েছে এবং রোদেলা জান্নাত (নবাগত) এর অভিনয় ভালো ছিল বললে চলে। ট্রেইলার দেখে শ্রোতামহলের অভিমত সিনেমাটি মোটামোটি ভাল হবে।
উল্লেখ্য, ১লা এপ্রিল “শাহেনশাহ” সিনেমার ট্রেইলার ছবিটির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে । শাকিব-ফারিয়া-রোদেলা ছাড়াও সিনেমায় বিভিন্ন চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমিকে।

