আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাত্র খুঁজছেন সোনাক্ষী

অনলাইন রিপোর্ট:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অভিনয় প্রতিভায় বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। পারিবারিক ফিল্মি ব্যাকগ্রাউন্ড তো রয়েছেই। তথ্য বলছে এই অভিনেত্রীর বয়স এখন ৩১ বছর। স্বাভাবিকভাবেই কবে নাগাদ বিয়ে করবেন সোনাক্ষী সেই প্রশ্ন তো এসেই যায়।
শিগগিরই সোনাক্ষী অভিনীত ‘কলঙ্ক’ ছবিটি মুক্তি পাবে। কদিন আগেই মুম্বাইতে ছবির প্রচারে উপস্থিত হন সোনাক্ষী। এ সময় তার সঙ্গে ছবির আরও দুজন শিল্পী আলিয়া ভাট ও বরুণও ছিলেন। সেখানেই জানতে চাওয়া হয়, তিনজনের মধ্যে কে আগে বিয়ে করবেন?
জবাবে সোনাক্ষী বলেন, ‘আলিয়া আর বরুণের আগেই বিয়ে করব আমি। আমি তো বিয়ে করে সেটেল হতে চাই। কিন্তু পাত্র কই? সঠিক পাত্রের অপেক্ষায় রয়েছি।’
২০১০ সালে সুপারস্টার সালমান খানের হাত ধরে বলিউডে পা রাখেন সোনাক্ষী। সালমানের বিপরীতে ‘দাবাং’ নামের প্রথম ছবিতে অভিনয় করেই আলোচনায় আসেন এই অভিনেত্রী। ওই বছরের বলিউডের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে ‘দাবাং’।
সোনাক্ষী সিনহা অভিনীত ‘রাউডি রাঠোর’, ‘দাবাং ২’, ‘লুটেরা’ ছবিগুলো দর্শকপ্রিয়তা অর্জনের পাশাপাশি ব্যবসা সফলতাও পায়।