আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে দূর্বৃত্তদের দেয়া আগুনে ৩ গাভীসহ গোয়ালঘর পুড়ে ছাই

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ  দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় গত বৃহস্পতিবার গভীর রাতে সোলাইমান মিয়া (৩৮) নামে এক কৃষকের ৩ টি গাভীসহ গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় কৃষক সোলাইমান বাদী হয়ে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীদের বিরুদ্ধে গতকাল শুক্রবার সকালে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে কৃষক উল্লেখ করেন, পরিবার পরিজন নিয়ে অর্থনৈতিক ভাবে সাবলম্বী হওয়ার জন্য ঋণদান সংস্থা থেকে কিস্তি হিসেবে চার লাখ টাকা নিয়ে তিনি ৩টি গাভী কিনে দীর্ঘদিন ধরে লালন পালন করে আসছেন। চোর, ডাকাতের ভয়ে প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাতে গোয়াল ঘরে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়ে।

পরে রাত ২টা সময় হঠাৎ তিনটি গাভীর ডাক চিৎকার শুনে কৃষক পরিবারের ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে জেগে কৃষক আগুন আগুন করে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসার পূর্বেই তিনটি গাভীসহ গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় কৃষক সোলাইমানের ৪ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে বলেন জানান তিনি। এঘটনায় কৃষক সোলাইমান বাদী হয়ে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে কৃষকের তিনটি গাভীসহ গোয়ালঘর পুড়ে যাওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।