আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে খাবার হোটেল

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাংলাবাজারে কয়েকটি খাবারের হোটেলে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে খাবার রান্না করার অভিযোগ পাওয়া গেছে। ফলে প্রতিমাসে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।

জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজারে স্থানীয় নুর মোহাম্মদ একটি সিন্ডিকেট করে প্রতিটি হোটেল থেকে ৩০ থেকে ৫০ হাজার নিয়ে প্রায় ১০ টি হোটেলে অবৈধ গ্যাস সংযোগ দেন। গ্যাস খোকো নুর মোহাম্মদের কাছ থেকে টাকা দিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে হোটেল পরিচালনা করেন হারুন মিয়া, আল আমিন, মিজানুর রহমান, শহীদুল্লাহ মিয়া, খোরশেদ মিয়া, নুরা মিয়া, খাবির হোসেন, নুরুল হক, জহিরুল ইসলাম। তাদের এই অবৈধ গ্যাস সংযোগের কারনে প্রতিমাসে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, অবৈধ গ্যাস বানিজ্যের সাথে যেখানে স্থানীয় একটি প্রভাবশালী মহল জড়িত সেখানে প্রতিকার হবে কি করে ? সর্বত্রই এখন অবৈধ গ্যাসের রমরমা বানিজ্য চলছে। এই অবৈধ গ্যাস সিন্ডিকেটরাই সেল্টার দিচ্ছে। কেননা এই অবৈধ গ্যাসচোর চক্রের সাথে জড়িত তাদের ভাই কিংবা ভাতিজারা। প্রশাসন পদক্ষেপ নিলে উপড় মহল থেকে ফোন আসে তারা ছেড়ে দিতে বাধ্য হয়। বিষয়টি কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত নুর মোহাম্মদ জানান, আমার উদ্যোগে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে একথা সত্য। তবে উপর মহলের সবাইকে সমন্বয় করেই টাকা ভাগভাটোয়ারা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম জানান, অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।