আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাংবাদিক পরিচয়দানকারী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সেলিম কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে স্থানীয় দুপ্তারার গির্দা এলাকার মিজানুর রহমানের ছেলে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংদীর মাধবদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই ঘটনায় আরো ডাকাত দলের আরো দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সেলিমের কাছ থেকে ‘সাপ্তাহিক আমার কণ্ঠ’ নামে একটি পত্রিকার আইডি কার্ড উদ্ধার করেছে পুলিশ। এর আগে একটি ডাকাতির মামলায় ডাকাত সন্দেহে কথিত আমার কণ্ঠের সম্পাদক আলম খানকে পুলিশ গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, স্থানীয় গির্দা এলাকায় কাপড় ব্যবসাীয় রউফ মিয়ার বাড়ির দ্বিতীয় তলা গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণালঙ্কাসহ ও নগদ অর্থসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। পরে থানায় অজ্ঞাত ১০ থেকে ১২ ব্যক্তিকে আসামি করে ডাকাতির একটি মামলা করা হয়। ঘটনাস্থরে ডাকাতদের ফেলে যাওয়া মোবাইল সেটের সূত্র ধরে পুলিশ তাদের চিহৃত করতে সক্ষম হয়।