আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন এলাকায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এই বছর আড়াইহাজারের অব্যবহৃত জমিতে মিষ্টি কুমড়ার খুব ভাল ফলন হয়েছে। প্রতিটা গাছে প্রচুর পরিমানে মিষ্টি কুমড়া ধরেছে। মিষ্টি কুমড়ার ফলন দেখে চাষীরা খুব খুশি। অব্যবহৃত জমিতে, পুকুরের পাড়, রাস্তার পাশে আনাচে কানাচে মিষ্টি কুমড়া লাগালেই ভাল ফলন পাওয়া যায়।

বাজারে প্রতিটা মিষ্টি কুমড়া -৫০ টাকা থেকে – ১০০ টাকা দামে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া একটি ভিটামিন সমৃদ্ধ সবজি। কম বেশি সকলেই তা পছন্দ করে থাকে। বাড়ির চারপাশে খোলা জায়গা থাকলেও মিষ্টি কুমড়ার চাষ করা যায়। নিজের খাদ্যের চাহিদা পুরনের পাশাপাশি অর্থনৈতিক ভাবেও স্বাবলম্বী হওয়া যায়।

এই ব্যাপারে চাষী মোঃ আঃ করিম বলেন, আমি আমার পুকুরের চারপাশে মিষ্টি কুমড়ার চাষ করেছি, ফলন খুব ভাল হয়েছে। বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে।
অাশা করছি সামনে আরো ব্যাপক ভাবে মিষ্টি কুমড়ার চাষ করবো ইনশাআল্লাহ।