আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

আড়াইহাজার প্রতিনিধি
সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানববন্ধন করেছে উপজেলা সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষকদের অংশগ্রনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁঞা, শিক্ষক নেতা রাসেল মিয়া, মান্নান সরকার, মোশারফ ভূইয়া, হায়াত মাহমুদ, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, শহীদুল ইসলাম শামীম, নাদিম ভূইয়া, সজীব, শফিকুল, শাহীন, তাছলিমা, গিয়াসউদ্দিন, তাহমিনা, সুমন দে, আকলিমা আক্তারসহ শিক্ষক নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন বর্তমান সরকারে নির্বাচনী ইসতেহার অনুযায়ী প্রধান শিক্ষকদের পরের ধাপেই সহকারি শিক্ষকদের ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে। এছাড়া সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য কমাতে হবে অবিলম্বে এসব দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।