নিজস্ব প্রতিবেদক:
ওলিদের ওলি হিন্দের সুলতান খাজা শেখ মঈনুদ্দিন চিশতী (রাঃআঃ) স্মরনে ১৬ তম বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ যোহর নামাজের পর গলাচিপা জামে মসজিদ সংলগ্ন ডি এন রোড থান কাপড়ের মার্কেটে রাজা হোসেন ও শাহরিয়া হোসেন সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ শেষে মোনাজাতে প্রায়াত সাংসদ নাসিম ওসমান গোলাম রব্বানী খান,মুলকুতু রহমান,আপ্তাবউদ্দীন কমিশিনার,আওয়ামীলীগ নেতা কামাল উদ্দীন,বাদশা মিয়া,আওলাদ হোসেন সহ এলাকার সকল মৃত্য ব্যক্তিদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া করা হয় ।এসময় দোয়া পরিচালনা করেন গলাচিপা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দধ্যামের সিনিয়র সহ সভাপতি আজিজুল ইসলাম বাবু,নারায়ণগঞ্জ সাংবাদিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন,শহর যুব সংহতির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল,মুজ্জামেল হোসেন লিটন,মিয়া চানঁ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ওরশ কমিটির শহিদুল ইসলাম,মোঃ খোকন, শেখ মুহাম্মাদ পারবেজ,নয়ন চানঁ,রমজান মিয়া, মুহাম্মাদ চায়না ,রুবেল হোসেন,সুমন, নুরুল ইসলাম,ব্যবসায়ী আরিফ, ফরিদর আহমেদ, বাশার মিয়া,মনির হোসেন, মিঠু প্রমুখ।