নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: নুরুজ্জামান।
বুধবার (২০ মার্চ) পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এর ৯০ তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে বন্দরে নাসিম ওসমান স্কুলে জাপার মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান উপস্থিত হলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।
এ সময় বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: নুরুজ্জামান বলেন, রাজনীতি হবে মানুষের কল্যানে। আল্লাহকে রাজি খুশি করার অন্যতম মাধ্যম মানুষের কল্যানে কাজ করা। আর এই সু-মহান কাজের জন্যই রাজনীতি করছি।
এর আগে জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রায় ৫হাজার লোক নিয়ে উপস্থিত হন এই নেতা।