আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে শিল্পায়নের ফলে বেকারত্বের সংখ্যা হ্রাস পেয়েছে : রূপগঞ্জে দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী

সংবাদচর্চা রিপোর্ট:
ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেছেন, আওয়ামীলীগ সরকার নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান নির্মানে সর্বাত্মক সহায়তা করছে বলেই দেশে শিল্প বিপ্লব ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিনত হয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশে শিল্প বিকাশের কারনে বেকারত্ব এখন অনেক কমে এসেছে। দেশের মানুষের মাথাপিছু আয় ও জিডিপি বৃদ্ধি পেয়েছে। শিল্পকারখানাগুলো তাদের তৈরিকৃত পন্য দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বহিঃবিশে^ রপ্তানী করে ব্যাপক প্রসংশাও কুড়াচ্ছে। বিগত সরকার শিল্প বান্ধব ছিলনা বলে প্রতিষ্টানে দলের নাম ভাঙ্গিয়ে চাদাবাজি চলতো। এখন সে অবস্থা নেই বলে নতুন উদ্যোক্তরা শিল্প প্রতিষ্টান নির্মানে এগিয়ে আসছেন।

বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এলাকার লিতুন ফেব্রিক্স লিমিটেড নামের একটি উৎপাদনমুখী পোশাক কারখানা পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, লিতুন ফেব্রিক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ নজরুল ইসলাম ঢালী, জেনারেল ম্যানেজার এফকে ফারুক, নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা শাহজাহান কবির, রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আলী, ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম, আলহাজ¦ আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।