সংবাদচর্চা রিপোর্ট:
সাদমান সাকি নিখোঁজের ঘটনায় নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল কে জড়িয়ে মানববন্ধন এবং বক্তব্য দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ। ২০ মার্চ বুধবার নারায়ণগঞ্জ ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সকল কাউন্সিলরদের পক্ষে লিখিত বক্তব্য দেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। তিনি বলেন, একটি চক্র নাজমুল আলম কে রাজনৈতিক ভাবে ঘায়েল করার জন্য মিথ্যা ষড়যন্ত্র করছে। সাদমান নিখোজের বিষয়ে সজল কোন ভাবেই জড়িত নয়।
তিনি বলেন, গত ১৬ মার্চ কিছু জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সাদমান নিখোঁজের বিষয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তাতে সাদমানের পিতা যে বক্তব্য দিয়েছে তা মিথ্যা এবং বানোয়াট। আমরা ঐ বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
তিনি জানান, গত ১৮ মার্চ কাউন্সিলর নাজমুল আলম সজল থানায় জিডি করছে। জিডি নং ৬৩০।
এছাড়া সাংবাদিক সম্মেলনে নিখোঁজ সাকির সুষ্টু তদন্তের জোড় দাবি জানান কাউন্সিলর বৃন্দ।