আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূমি জালিয়াতি, বন্দরে দুই বিএনপি নেতার বিরুদ্ধে রায়

বন্দর, (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ভূমি জালিয়াতির মামলায় নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ বিএনপির প্রভাবশালী নেতা শহর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ পনেছ ও বিএনপি নেতা উজির আলীর জাল দলিল দিয়ে ভূমি জবর দখলের প্রমাণ পেয়ে তাদের বিরুদ্ধে রায় দিয়েছে উপজেলা আদালত। উপজেলা ভূমি বিচারিক আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) শাহিনা শবনম এ রায় দেন।

এর আগে ভূমি জালিয়াতি মামলায় এই দুই বিএনপি নেতা গত ২২ আগষ্ট গ্রেফতার হয়ে জেল খেটেছেন। বিএনপি নেতা পনেছ সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে ও উজির আলী একই এলাকার মৃত জালাল আহাম্মেদের ছেলে। তাদের বিরুদ্ধে একই এলাকায় দড়ি সোনাকান্দার আসাদ মিয়ার জমির জাল দলিল করে ভূমি দখলের অভিযোগে আদালতে মামলা করলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর পুলিশ তাদের গ্রেফতার করে।