আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি! ফতুল্লায় গ্যাসের লাইজার লিকেজে আগুন

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ ফতুল্লায় ৭টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় অগ্নিকান্ডের কারণে সব দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ ওই অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে যাওয়ায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ১০ মিনিটের প্রচেষ্টায় অতঃপর আগুন নেভানো হয়। এমনটাই জানালেন নিজেদের চোখের সামনে পুড়ে যাওয়া দোকানগুলোর মালিকরা।

শনিবার (১৬ মার্চ) ফতুল্লার কাঠেরপুল চৌরাস্তা মোড়ের নবনির্মিত ৭টি দোকানে আনুমানিক রাত ৩ টার দিকে গ্যাসের লাইজার লিক করার কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে দোকান মালিক স¤্রাট জানান, আনুমানিক রাত ৩ টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। ধীরে ধীরে ক্রমসই আগুন উপরে উঠতে থাকে। এরপর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আসে কিন্তু ততক্ষণে বেশীরভাগ দোকানের জিনিসপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সাড়িবদ্ধভাবে সেখানে ৭টি দোকান ছিলো। একটি হোটেল, একটি চটপটির দোকান ও ৫টি চায়ের দোকান ছিলো সেখানে।

তিনি বলেন, আমার দোকানে আনুমানিক দেড় লক্ষ টাকার মালামাল ছিলো। বাকী ছয়টি দোকান মিলিয়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে প্রত্যেক্ষদর্শীরা বলেন ভিন্ন কথা। তারা বলেন, রাত ৩টার দিকে আগুন লাগে। আগুনে প্রায় সব দোকানগুলোই পুড়ে যায়। তবে ৭টি দোকানে বেশী হলে দেড় থেকে দুই লাখ টাকার মালামাল ছিলো। কারণ ৭টি দোকানের মধ্যে ৫টিই ছিলো চায়ের দোকান। এবং ওই চায়ের দোকানগুলো ছোট ছোট ছিলো। বাকী দুইটির মধ্যে একটি হোটেলে শুধু, ভাজাপুরি বিক্রী করা হতো। আর একটিতে চটপটি-ফুসকা বিক্রী করা হতো।

তারা আরও বলেন, আগুনের উত্তাপ ছিলো প্রচন্ড। এবং অল্প আগুন থেকে আগুন বেড়ে যায়। বিদ্যুৎ এর তার পর্যন্ত আগুন পৌছে গেলে ফায়ার সার্ভিসের লোকজন এসে পরে। এরপর ফায়ার সার্ভিসের লোকজনদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: আরিফুল হক দৈনিক সংবাদচর্চার নিজস্ব প্রতিবেদককে মুঠোফোনে বলেন, ফতুল্লার কাঠেরপুল এলাকায় রাত ৩টার দিকে অগ্নিকান্ডের ঘটনায় ফোন পেয়ে আমরা তৎক্ষনাৎ সেখানে ছুটে যাই। আমাদের ২টি ইউনিট সেখানে কাজ করে। প্রায় ১০ মিনিটের প্রচেষ্টায় আমরা আগুন নেভাতে সক্ষম হই। গ্যাসের লাইজারের লিক হওয়ার কারণেই মূলত সেখানে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।