আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলী আজগর নামে স্থানীয় এক মানব পাঁচারকারীকে আটক করে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছেন।
সে আড়াইহাজার পৌরসভাধীন নোয়াপাড়া এলাকার সফরউদ্দিনের ছেলে। শনিবার রাতে মাহমুদপুর এলাকা থেকে ভুক্তভোগীরা তাকে আটক করে। মালয়েশিয়ায় নেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন এলাকার ২৫জন যুবকের কাছ থেকে প্রায় ৯০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু তাদের বিদেশ না পাঠিয়ে দীর্ঘদিন ধরে নানা তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে সে উধাও হয়ে যায়।
ভুক্তভোগীরা শনিবার রাতে হঠ্যাৎ তাকে দেখতে পেয়ে মাহমুদপুর এলাকা থেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেন। সর্বশান্ত হয়ে অনেককেই থানা ফটকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার ফায়জুর বলেন, শুনেছি আটককৃত ব্যাক্তি বিদেশ নেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে ৯০ লাখ টাকার মত হাতিয়ে নিয়েছে। তবে তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দেয়নি।