আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাসান নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জের আদালত থেকে সম্প্রতি তার নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়।

এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে স্থানীয় মর্দাসাদী এলাকার দুলুর ছেলে।

আড়াইহাজার থানার এএসআই আমিনুল ইসলাম জানান, ২০০৫ সালে থানায় দায়েরকৃত একটি ডাকাতির মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়। মর্দাসাদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।