নবকুমার:
ভূলতা ফ্লাইওভারের গাজীপুর-মদনপুর সড়কের একটি অংশ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন ঘোষণা করার পরে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে দোয়ার আয়োজন করে।পরে যান চলাচলের জন্য গোলাম দস্তগীর গাজী উড়াল সেতু খুলে দেন। তিনি প্রত্যেকটা চালক নিজ হাতে মিষ্টি মুখ করিয়েছেন এবং ফুলের স্টিক উপহার দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী ,রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা,উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন সহ অনেকে।
এ ফ্লাইওভার উদ্বোধনের মাধ্যমে রূপগঞ্জসহ ১৪০ টা উপজেলার মানুষ যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেছে।
উল্লেখ্য ২০১৫ সালে ভূলতা ফ্লাইওভারের নির্মান কাজ শুরু হয়।