আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে জামাতার হাতে শ্বশুর খুন

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:-নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামাতার ইটের আঘাতে শ্বশুর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে উপজেলার মেঘনা বেষ্টিত দূর্গম কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে। উত্তেজিত জনতা ঘাতক জামাতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, ওই গ্রামের জাফর আলীর কন্যা খাইরুনের স্বামী একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মুছা মিয়া শ্বশুর বাড়ীতে এসে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে স্ত্রী ও শ্যালকের সাথে। এ সময় শ্বশুর জাফর আলী (৬০) জামাতাকে থামাতে গেলে জামাতা আস্ত ইট দিয়ে শ্বশুরের বুকের বামপার্শ্বে সজোরে আঘাত করে। শ্বশুর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে উত্তেজিত জনতা ঘাতক জামাতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ শাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মের্গ প্রেরণ করেছে। মুছা ও খাইরুনের সংসারে দুটি সন্তান রয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিৎ কিছু বলতে পারছি না।