আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিতর্কে জড়িয়ে পড়লেন নেইমার, তদন্তের নির্দেশ

অনলাইন রিপোর্ট:

না খেলেও বিতর্কে জড়িয়ে পড়লেন  ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার দা সিলভা (জুনিয়র)।

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল নেইমারের ক্লাব। ওল্ড ট্র্যাফোর্ডে গিয়ে জিতলেও ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-৩ হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় পিএসজি।

হারের পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) বিরুদ্ধে তোপ দেগেছিলেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিনি সরাসরি ভিএআর প্রযুক্তিকে বলেছিলেন ‘কলঙ্ক’। ভিএআর নিয়ে নেইমারের ওই মন্তব্যের জন্য এ দিন তদন্তের নির্দেশ দিয়েছে উয়েফা।

তবে চোটের কারণে ম্যানইউয়ের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের কোনও পর্বেই খেলেননি নেইমার।

উয়েফার তরফে বলা হয়, ‘নেইমারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে উয়েফার শৃঙ্খলারক্ষা নিয়মের ৩১ ধারার তিন উপধারাতে তদন্ত শুরু করা হচ্ছে। শৃঙ্খলারক্ষার ব্যাপারটাই এ ক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেখা হবে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত জানানো হবে।’

সূত্র: আনন্দবাজার