আজ সোমবার, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মোদির রাজ্যে ভোটারদের দ্বারে দ্বারে প্রিয়াঙ্কা গান্ধী

অনলাইন রিপোর্ট:

দায়িত্ব গ্রহণ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে প্রথম সভা করলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি ভোটারদের কাছে ভোট চেয়েছেন। এদিন মোদির রাজ্যে মোদিকেই আক্রমণ করে কথা বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী।

মঙ্গলবার আহমেদাবাদের গান্ধীনগরে জনসভায় জনতার উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন: ভাবুন এবং সিদ্ধান্ত নিন, যারা আপনাদের সামনে বড় বড় কথা বলেন, তাদের কাজের পরিচয় কোথায়, কী করেছেন তারা, যা অঙ্গীকার করেছিলেন? প্রত্যেক নাগরিকের ব্যাংকে ১৫ লাখ টাকার প্রতিশ্রুতির কী হলো? কী হলো নারী নিরাপত্তা নিয়ে দেয়া প্রতিশ্রুতির?

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এপ্রিল-মে’র জাতিয় নির্বাচন নিয়ে তিনি বলেন: এই নির্বাচন স্বাধীনতা আন্দোলন ছাড়া আর কিছু নয়, আপনার ভোট আপনার শক্তি, আপনার সিদ্ধান্ত আপনার শক্তি। সঠিক সিদ্ধান্ত নিন, সঠিক জবাব চান।

প্রিয়াঙ্কা বলেন: আগামী দুই মাস আমরা সবকিছু জানতে চাইবো। সঠিক জবাব চান, এ দেশ আপনাদের, আপনাদেরই তা রক্ষা করতে হবে।