নিজস্ব প্রকিবেদক:
বিশ বছর ধরে বন্দরের বিভিন্ন এলাকায় দাপটের সাথে ইয়াবার কারবার চালিয়ে যাওয়া ইয়াবা সম্রাট নূর মোহাম্মদ (৬৮) অবশেষে ধরা পড়েছে ডিবি পুলিশের হাতে। বন্দরের ঘাড়মোড়া এলাকা থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ডিবি পুলিশের এসআই প্রকাশ সরকারের ও তার সঙ্গীয় ফোর্স নুর মোহাম্মদকে গ্রেফতার করে। এই ইয়াবা সম্রাট কে আটক করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, নূর মোহাম্মদ ২০ বৎসর যাবৎ বন্দরে ইয়াবা ব্যবসা করে আসছিল। বন্দরের ঘাড়মোরা এলাকাসসহ নারায়ণগঞ্জ জেলার সর্বত্র ইয়াবা ব্যবসা ও সরবরাহ করাই তার মূল কাজ।
ডিবির এসআই প্রকাশ সরকার, হাবিব, মাহফুজ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে। এ দিন মাদকদ্রব্য আইনে মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানানো হয় ডিবি পুলিশের পক্ষ থেকে।