আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভুলতা ফ্লাইওভার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ ভুলতা ফ্লাইওভারের কাজ করতে গিয়ে বিপ্লব নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় গাউছিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিপ্লব উপরের রেলিং-এ রডের কাজ করছিল। সে কাজের সময় অসর্তক থাকার নিচে পড়ে গেলে মাথায় আঘাত গুরুতর পায়। এসময় পথচারীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে ডাক্তার তার অবস্থা আশংকজনক দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।  পরে পথেই অ্যাম্বলেন্সের মধ্যেই তার মৃত্যু হয়েছে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন উপর থেকে পড়ে গেলে তখনই এ শ্রমিকের মৃত্যু হয়েছিল। খোঁজ নিয়ে জানা যায় বিপ্লবের বাড়ি ময়মনসিংহ জেলায়। তবে জেলার নাম জানা গেলেও বাকি পরিচয় দিতে পারেনি সুপার ভাইজার হেলাল।

প্রত্যক্ষদর্শীরা জানান ফ্লাইওভারের কাজে নিয়োজিত থাকা কোন শ্রমিককে সেপ্টি বেল্ট ব্যবহার করতে দেখা যায় না।

এ ঘটনায় ফ্লাইওভারের কাজে নিয়োজিত ইঞ্জিনিয়ার পল্লব বলেন, আমাদের কোম্পানীর পক্ষ থেকে প্রতিটি শ্রমিককেই সেপ্টি বেল্ট দেয়া হয়েছে। কিন্তু কিছু শ্রমিক সেপ্টি বেল্ট ব্যবহার করলেও অধিকাংশ শ্রমিকরা ব্যবহার করেনা।