আজ বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শামীম ওসমানের নির্দেশে ত্বকীকে হত্যা করেছে : রাব্বি

সংবাদচর্চা রিপোর্ট:  ত্বকী হত্যায় র‌্যাবের খসড়া অভিযোগপত্রের উদ্ধৃতি দিয়ে রফিউর রাব্বি বলেছেন, শামীম ওসমান ক্ষতিগ্রস্থ হয়েছে, তার দস্যুতা বাধাপ্রাপ্ত হয়েছে, চাঁদাবাজ বাধাগ্রস্থ হয়েছে এবং ওসমান পরিবারের যে দুর্বৃত্তায়ন এটি বাধাপ্রাপ্ত হয়েছে রফিউর রাব্বির আন্দোলনের মধ্য দিয়ে। তাই আজমেরী ওসমান ত্বকীকে হত্যা করেছে।
শুক্রবার (৮ মার্চ) বিকেলে নগরীর দুই নং গেট চত্বর এলাকায় ত্বকী হত্যার ষষ্ঠ বার্ষিকীতে আয়োজিত সন্ত্রাস বিরোধী সমাবেশে ওই কথা বলেন তিনি।
রাব্বি বলেন, আমরা যে বিষয়টি বারবার বলছি যে, আজমেরী ওসমানের সাথে আমার বা ত্বকীর কোনো সম্পর্ক ছিলো না। এবং তাকে আমি চিনি নাই, জানি নাই, দেখি নাই। সে কীভাবে হত্যা করে, কার নিদের্শে হত্যা করেছে, কার হুকুম সে পালন করেছে? সে ব্যক্তিটি হচ্ছে শামীম ওসমান।
তিনি বলেন, শামীম ওসমানের নির্দেশে আজমেরী ওসমান ও তার ছেলে অয়ন ওসমান এবং তাদের সাঙ্গপাঙ্গোরা সম্বলিতভাবে ত্বকীকে হত্যা করেছে। শামীম ওসমান এবং তার পরিবার নারায়ণগঞ্জের বিভিন্ন হত্যাকা- সংঘটিত করেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধীকার কর্মী সুলতানা কামাল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কমিউনিস্ট পার্টিও নেতা হিমাংশু সাহা প্রমূখ।