আড়াইহাজারে মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মনির স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।