আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দৈনিক সংবাদচর্চা থেকে শাহাদাত হোসেন ভূইয়াকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক সংবাদচর্চার পত্রিকার বার্তা সম্পাদক পদে কর্মরত শাহাদাত হোসেন ভূইয়া ব্যক্তিগত কারণে চাকরী থেকে অব্যাহতি নিয়েছেন। এসময় দৈনিক সংবাদচর্চার সকল সাংবাদিক, স্টাফ, ও অফিস কর্মকর্তাদের উপস্থিতিতে তাকে ফুল দিয়ে বিদায় জানানো হয়।

দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মুন্না খান বলেন, দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। যেহুতু শাহাদাত হোসেন ভূইয়া তার ব্যক্তিগত কারণে আমাদের পত্রিকাকে আর সেবা দিতে পারবে না সেহুতু আমি ওনার উজ্জল ভবিষ্যত ও মঙ্গল কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদচর্চার ব্যবস্থাপনা সম্পাদক খালিদ আল-আমিন ও রবিউল ইসলাম, সাংবাদিক মো: মোমিনুল ইসলাম, সৈয়দ মো: রিফাত, আল আমিন মিন্টু, বিল্লাল হোসেন শুভ, প্রীতম মাহমুদ, অফিস সহকারী মো: রহমত আলী রিপন সহ দৈনিক সংবাদচর্চার পুরো পরিবার।